কবিতা

  1. অনলাইন সংখ্যা
  2. কবিতা
  3. সংখ্যা
কবি হালের বলদ হারালে কৃষকের বউ হয় মা ঘরের গভিরে আগুন জ্বললে ভেড়া হয় অসিতের মতাে কবি খেয়া পার আজ আমি খেতে শুতে হাটতে বসতে নষ্ট ভ্রষ্ট ভণ্ড একদিন এই আমার চোখ বাঁকানাে আঙুল নাচানাে খিস্তি গলানাে এমন কি উলটো করে ঠ্যাং তােলা নাক সিটকানাে সব কিছুতে শিল্প ছিল ওই-চোখে মুখে আজও আমি সেই আছি […]
  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
ঘরবাড়ির ভেতর পুনঃস্থাপিত হতে চাওয়া ঘরবাড়ি। উঠোনের শালিক। আলোর হলুদ হবার ইতিবৃত্ত বনবিড়ালের নখর। বন্দুক ও টুপি সরিয়ে আমাদের শিকার ক্যাম্প।
  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
সুদীপ বিশ্বাস সমঝোতার জ্যামিতিক উপপাদ্যে শব্দ নির্বন্ধন সৌপ্তিক রাত্রি জাগরণে, পাশাপাশি শুয়ে থাকা বিষদাঁত নিঃশব্দে সাজিয়ে রাখি রেকাবিতে এক একটি দীর্ঘশ্বাস এক বিষাক্ত ছোবল যেন।  নির্জনতার গোপন ঘরে রাঙিয়েছি ঠোঁট নিজস্ব কুঠুরিতে বন্দী পাপপূণ্য যত বয়ে চলি স্রোতহীন নদীর হৃদয় শৈবালে।  জন্মান্ধ কামনারা দাগ আঁকে ঠোঁটের উপরে কিছু প্রেম কিছু অভ্যেসের ছবি,  দাগ কিছু রয়ে […]
  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
বিশ্বজিৎ ক্ষতের জোয়ারে জন্মদিন টেনে যাওয়া বেবাসি লোকাল একফোঁটা থেকে আরও আধফোঁটা জমে যাচ্ছে তোমার একরত্তি ঝুমকোলতায়। বাহারের তাল ধরে কত নিপুণ ছোট ছোট গজ্লায় বিশ্বাস। তুমি গুন টেনে যাচ্ছ চুলচেরা ধুমকোনাচে জাম খাচ্ছ, শাম খাচ্ছ রঙে রঙে একঘর              ইঞ্জিনিয়ারিং…
  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
ছন্দম মুখোপাধ্যায় ডাইনি আর ডাহুকের নিঃশব্দ সঙ্গম লীলায় জন্মেছিল অপরূপ পরাণ বর্ষা। বিকালে ঘরে এসে মুহ‚র্তে জানালা খুলেছি। আমি অপলক শিশু-চাবুকের নামা দেখি। হু হু হাওয়ায় উড়ছে তার পাকা চুল, মুখের হাসি, রংচটা লংস্কার্ট। সে একাকী খঁনখঁন। ম্যাজিক পাক দিচ্ছে আমার খানিক শীতল দাওয়াটিতে। চারপাশে ঘুরছে ছিন্নমূল মায়েদের করোটি। আসলে পৃথিবীর ভ্রুণের কোন ঝড়েই নড়া […]
  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
দেবযানী  বসু অসম্ভবের রদ ও দরদ বুঝে ফেলে দিই পকেটে তোমার। পকেটের চোখে ডাবল চশমা। টইটুম্বুর র‌্যাফ নামাচ্ছে পানের দোকান। আচার ঝাঁঝিয়ে দিচ্ছে মানখারাপ। আমারতো স্বপ্ন বলে কিছু নেই সবটাই হ্যালুসিনেসনর্স। ঘুমোতে হলে যেতে হবে নদীর আদিমচরে। রাতের স্বপ্ন-দিনকে কব্জা করে। না বুঝে কারা কাজের সংখ্যা বেশি। সেভাবেই শুঁকে গেছি রাতজাগা ওষুধের দোকান, না বুঝেই […]
  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
অলোক  বিশ্বাস শীতকাল নিয়ে খেলা করতে গ্রীষ্মকালের কিনারায় এসে দ্যাখে, আনা হয়েছে শরৎকাল বিষয়ক ফেসিয়াল। ক্লাসরুমস তুলসিপাতায় ভরে যায়, নারকেলের দুধ চলকে চলকে পড়ে ভিনিগারের সঙ্গে কথা বলতে বলতে হিল্লোলিত পকেট বা ব্রা থেকে বেরিয়ে ঠাণ্ডা মেঝের ওপর শুয়ে পড়ে। মানুষের পকেটে ও যৌনতায় কতো আলোকশিখা আছে হঠাৎ জানা যায়। অন্য দিশা থেকে বেরোয় অ্যান্টি-অক্সিডেন্ট […]
  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
শাহীন আলম জাগতিক সম্মোহনে গলি চাপা রইল  কমন বৌদির ব্যালকোনিতে দাড়ানো                  প্রাগৈতিহাসিক চিন্তা সুপার হাইওয়ে রাস্তাতেই করতলগত হল বোথেলে যাকা স্যালুলয়েড ক্যামেরার নেগেটিভ শূন্য দান বাক্সে অবশিষ্ট রইল একটা সিকি…  এভাবে বাড়তে বাড়তে টইটুম্বুর হল দান বাক্স অবশেষে বেচে থাকার প্রতিযোগিতায় ঊদ্ধার হলো আরেকটা বেওয়ারিশ অস্তিত্ব।
  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
নিষাদ নয়ন বস্তুত প্রেমের আক্ষরিক অনুবাদ সঙ্গম আর ভাবানুবাদ চুম্বন প্রতিটা প্রেমের কাম্য সঙ্গসুখ মুখোমুখি বসে গল্পের অবাধ অধিকার   প্রতিটা প্রেম সফল করে তোলে  কিঙবা তুলতে চায় দাশবাবুর কবিতামৃত… তবু সম্পর্ক ভাঙার পর  কতদিন মনে থাকে দেহস্পর্শ চুম্বনের নোনা স্বাদ আর  কতকাল দেহহীন বেঁচে থাকে দেহজ প্রেমের অনুভব কিঙবা পারস্পারিক সংরাগ
  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
গালিব রহমান নবজাতকের ফিরিস্তি নিতে নিতে বোধিসত্ব ঝিমিয়ে যায় টুকরো টুকরো করে আচ্ছাদন বন্টনের প্রক্রিয়া শেষ হয়ে এলে ভাটা পড়ে যোগের উচ্ছ্বাস উলঙ্গ হয়েই পার হয়ে যায় পর্বের দিন তবুও হয়তো তখনো ঝুলতে থাকে বিত্তের গায়ে সভ্যতার পর্দা