দেবযানী  বসু

অসম্ভবের রদ ও দরদ বুঝে ফেলে দিই পকেটে তোমার। পকেটের চোখে ডাবল চশমা। টইটুম্বুর র‌্যাফ নামাচ্ছে পানের দোকান। আচার ঝাঁঝিয়ে দিচ্ছে মানখারাপ। আমারতো স্বপ্ন বলে কিছু নেই সবটাই হ্যালুসিনেসনর্স। ঘুমোতে হলে যেতে হবে নদীর আদিমচরে। রাতের স্বপ্ন-দিনকে কব্জা করে। না বুঝে কারা কাজের সংখ্যা বেশি। সেভাবেই শুঁকে গেছি রাতজাগা ওষুধের দোকান, না বুঝেই গরমবৃষ্টি। ক্যানাবিস প্রজাতির নাবালিকা অসুখটা মাখে গায়ে। 

মন্তব্য: