নির্জনতায় ঠোঁটের স্পষ্ট দাগ

Share on facebook
Share on twitter
Share on linkedin

সুদীপ বিশ্বাস

সমঝোতার জ্যামিতিক উপপাদ্যে শব্দ নির্বন্ধন

সৌপ্তিক রাত্রি জাগরণে, পাশাপাশি শুয়ে থাকা

বিষদাঁত নিঃশব্দে সাজিয়ে রাখি রেকাবিতে

এক একটি দীর্ঘশ্বাস এক বিষাক্ত ছোবল যেন। 

নির্জনতার গোপন ঘরে রাঙিয়েছি ঠোঁট

নিজস্ব কুঠুরিতে বন্দী পাপপূণ্য যত

বয়ে চলি স্রোতহীন নদীর হৃদয় শৈবালে। 

জন্মান্ধ কামনারা দাগ আঁকে ঠোঁটের উপরে

কিছু প্রেম কিছু অভ্যেসের ছবি, 

দাগ কিছু রয়ে যায় অস্পষ্ট হৃদয়ের খাঁজে

ভাঙা রোদে শুকোয় স্মৃতিরা। 

তালিকা দীঘতর, না-পাওয়াই হয়ে যায় বেশি

পোকা দাঁতে মধু মেখে হাসি শুধু সম্বৎসর নির্জনতায়।

মন্তব্য: