জল পড়ে পাতা নড়ে

Share on facebook
Share on twitter
Share on linkedin

অলোক  বিশ্বাস

শীতকাল নিয়ে খেলা করতে গ্রীষ্মকালের কিনারায় এসে দ্যাখে, আনা হয়েছে শরৎকাল বিষয়ক ফেসিয়াল। ক্লাসরুমস তুলসিপাতায় ভরে যায়, নারকেলের দুধ চলকে চলকে পড়ে ভিনিগারের সঙ্গে কথা বলতে বলতে

হিল্লোলিত পকেট বা ব্রা থেকে বেরিয়ে ঠাণ্ডা মেঝের ওপর শুয়ে পড়ে। মানুষের পকেটে ও যৌনতায় কতো আলোকশিখা আছে হঠাৎ জানা যায়। অন্য দিশা থেকে বেরোয় অ্যান্টি-অক্সিডেন্ট নিকোটিন মাখা ঠোঁট শুদ্ধ রাখবে বলে

তৃতীয় বা চতুর্থ জলতুলি ধরে আইশ্যাডো নির্মাণ ক’রে মহিলারা চুলে গুঁজে রাখে। একের কণ্ঠের সমপরিমান গান অন্য কণ্ঠে গিয়ে টোনগুলি ভিজে যায় ট্রান্সপারেন্ট অন্তর্বাসে

এস.এম.এস থেকে এস. এম. এস-এ কাগজি লেবুর সিঙটোনভরতেই সমাসবদ্ধ পাখনা নিশপিশ করে ওঠে

মন্তব্য: