সোনিয়া  রূপকথা

ঘুম-শহরের পথ থেকে ছিটকে পড়ি মধ্যরাতের ঘরে

বিশেষ কোনো কারণ ছাড়াই রাত আমাকে জাগিয়ে রাখে 

আমার পায়চারি ব্যক্তিগত শোকের ছায়া মাড়িয়ে 

যতিচিহ্ন হয়ে যায় নিঃশব্দ মিছিলে

শ্লোগানগুলো মরা জ্যোৎস্নায় গলতে গলতে

হয়ে যায় বসন্ত প্লাকার্ড;

রাতের রাজপথ পাখি হয়ে যায় সাইরেন না বাজিয়ে

তখন ঘুমপোড়া চোখে জীবন্ত হয়ে ওঠে 

জলজ শান্তির পেন স্কেচ, আর বোকা চাঁদটা ততক্ষণে

নিশ্চল আকাশের দেয়ালে ঝুলন্ত ফটোগ্রাফ…

মন্তব্য: