সোনিয়া রূপকথা's articles

  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
সোনিয়া  রূপকথা ঘুম-শহরের পথ থেকে ছিটকে পড়ি মধ্যরাতের ঘরে বিশেষ কোনো কারণ ছাড়াই রাত আমাকে জাগিয়ে রাখে  আমার পায়চারি ব্যক্তিগত শোকের ছায়া মাড়িয়ে  যতিচিহ্ন হয়ে যায় নিঃশব্দ মিছিলে শ্লোগানগুলো মরা জ্যোৎস্নায় গলতে গলতে হয়ে যায় বসন্ত প্লাকার্ড; রাতের রাজপথ পাখি হয়ে যায় সাইরেন না বাজিয়ে তখন ঘুমপোড়া চোখে জীবন্ত হয়ে ওঠে  জলজ শান্তির পেন স্কেচ, […]
  1. কবিতা
  2. বর্ষ ১ | সংখ্যা ৪ | ডিসেম্বর, ২০১২
বাতিঘর বাতিঘর শূন্য করে উড়ে যাচ্ছে বোধ  বালিশের নিচে জমিয়ে সবুজের হাহাকার কফিভর্তি মগ নিয়ে দিকশূন্য আমি বাষ্প হয়ে উড়ে যাচ্ছি রাতের পাতায়। জ্যোৎস্নার জানালা ছেড়ে মন চলে গেলে বিভাজিত মূল্যবোধে জমে ওঠে গুচ্ছ গুচ্ছ শ্যাওলা অনুভবে কৃষ্ণপক্ষের দখলদারিত্ব বাড়ে সময়ের কুহক ডাকে তবু পালাবার পথ নেই। এখন সাপের ফণায় তুলে রাখি মন্ত্রমুগ্ধ দিন পাতালবাসি […]