সোনিয়া রূপকথা- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বাতিঘর

বাতিঘর শূন্য করে উড়ে যাচ্ছে বোধ 

বালিশের নিচে জমিয়ে সবুজের হাহাকার

কফিভর্তি মগ নিয়ে দিকশূন্য আমি

বাষ্প হয়ে উড়ে যাচ্ছি রাতের পাতায়।

জ্যোৎস্নার জানালা ছেড়ে মন চলে গেলে

বিভাজিত মূল্যবোধে জমে ওঠে গুচ্ছ গুচ্ছ শ্যাওলা

অনুভবে কৃষ্ণপক্ষের দখলদারিত্ব বাড়ে

সময়ের কুহক ডাকে তবু পালাবার পথ নেই।

এখন সাপের ফণায় তুলে রাখি মন্ত্রমুগ্ধ দিন

পাতালবাসি আমি- নিঃশব্দ, স্বপ্নকাঙাল!

মন্তব্য: