আফরোজ জাহান- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

কিছুতেই না

ভালোবেসে গলায় ছুরি চালাতে পারোÑ মেনে নেব,

অবহেলায় অমৃতে ছোঁয়বো না ঠোঁট

প্রীতি-ভেজা পাটের গন্ধে আকুল হবো

মাটির সোঁদা গন্ধ শুকে খুঁজে নেবো শিকড়।

দাক্ষিণ্যের লাল গালিচায় মাড়াবো না পা

এক পলক ভালোবাসার কোমল দৃষ্টিতেই শিমুল তুলোর-

মতো উড়িয়ে দিতে পারি অভিমান আর তিলে তিলে সঞ্চিত

সবটুকু ক্ষোভ; অনুকম্পায় নেবো না গোলাপ।

না বলা গল্পের বোঝা টেনে যাবো আমরণ

যদি না আসে ফিরে সাগ্রহে- আকুল শুভ ক্ষণ

জীবন যতই করুক অভিসম্পাত।

মন্তব্য: