মেঘের জন্মদিনে চেয়ে থাকি পাথর চোখে!

Share on facebook
Share on twitter
Share on linkedin

অচিন্ত্য চয়ন

অনেক বৃষ্টি হয়েছে মেঘের জন্মদিনে; সময়ের ঘর ডুবুডুবু

পানির শ্লোগানে; অনাকাক্সিক্ষত বৃষ্টিতে খেয়ে যায় আমান ধান;

                 মেঘের কবলে পড়ে যায়

          সকল অনুভূতির অস্তিত্ব

তবু ঘরে অভাব পুষিয়ে রেখে-

চলি

মেঘশহরে;

আজ আর বৃষ্টি নেই; মেঘের ঘর আছে

বাড়ি আছে- শুধু চোখে চল নেই-

মেঘের ভরে আকাশ ঝুলে পড়েছে মাথার উপর

আজ মেঘের দশম জন্মদিন; তবু বৃষ্টি নেই,

বৃষ্টির চোখের শ্যাওলাগুলো শুকিয়ে পাথর হয়ে গেছে!

তাই রোজ কেঁদে বেড়ায় পাথর চোখে!

মন্তব্য: