সম্ভাবনার সূচক ভাঙা দিন

Share on facebook
Share on twitter
Share on linkedin

বীরেন  মুখার্জী

তোর প্রিয় রঙ পকেটে নিয়ে ছুটছি

প্রিয় আবৃত্তি আর দ্বিধাহীন বিকেলের অপেক্ষা উড়িয়ে

ক্রমশ শিল্পের বাজিতে;

ঝিনুকের স্থিতি ফেলে কোত্থেকে নদী এসে জোটে, চোখে 

পথ গলে বয়ে যায় সুভাষণ দিন

জীবনের প্রশস্ত পথে তবু বাজিগর দেহ

হেঁটে চলি ঢেউভাঙা স্পর্শের খোঁজে!

একদিন বহুগমন খেলায় ভাঙে সূচকের মোহ

শ্রাবণের অধোগামী জলে- উত্তাপের নিরবতা

তবু বাতাসনির্ভর, ঘোরলাগা রঙ তোর

করতলে ঝরে!

মন্তব্য: