আব্দুর রশীদ যশোরীর ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

আব্দুর রশীদ যশোরী। জন্ম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে ১৯৪৯ সালে। তিনি স্থানীয় আর এস কে এইচ ইনস্টিটিউশন থেকে এস এস সি, মাগুরা কলেজ থেকে বিএ এবং যশোর টিটি কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বি এড পাস করেন। সাংবাদিকতা ও শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। ছাত্রজীবন থেকেই সাহিত্যচর্চা শুরু। মুদ্রিত গ্রন্থের সংখ্যা ষাটের অধিক। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ১৯৮৬ সালে সিন্দাইনী সাহিত্য পদক, ২০০১ সালে ভরসা সাহিত্য পদক, ২০০৩ সালে কলমের সৈনিক সাহিত্য পদক লাভ করেন। ১৯৯৬ সালে তিনি মাগুরা জেলা পরিষদ কর্তৃক সংবর্ধিত হন। মহম্মদপুর উপজেলা পরিষদ কর্তৃক তাঁর বাসস্থানে যাওয়ার সড়কটিকে রশীদ যশোরী সড়ক নামে নামকরণ করা হয়েছে। ২০০১ সালে তিনি প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় শ্রেষ্ঠ শিক্ষকের স্বর্ণপদক লাভ করেন।

লজ্জা

তিন্নি আর মিন্নি
হইছে আজ গিন্নী
বিন্নি ধানের চাল দিয়ে
শিরনী রেঁধেছে,
পাড়ার যত ছেলেমেয়ে
শিরনী রাঁধার খবর পেয়ে
খাইতে এসেছে।

আরও চাই আর নাই
ঘরে আর চাল নাই
হবে এখন কী?
জাত গেল মান গেল
লোকে বলবে ছিঃ!

খোকার আড়ি

করছে খোকা আড়ি
মুখটি বেজায় ভারি,
এ কথা সে কথা
কোন কথাই না,
দুধ বলো ক্ষীর বলো
কিচ্ছু খাবে না।

মা দেয়নি চুমো
বলছে শুধু ‘ঘুমো’
তাইতো খোকার রাগ হয়েছে
ঘুম যাবে না।

মন্তব্য: