আফরোজ জাহান এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

কোথায় বসিয়েছ হাট

কোথায় বসিয়েছ হাট কবিতা পসারী?
জীবন যখন মৃত্যুর জন্য পায়চারি ছাড়া কিছু নয়
সম্ভ্রান্ত পিতার দুর্লভ অশ্রু
সহজেই অদৃশ্য হয় সুদৃশ্য ইয়াবায় ।

এখানে ব্যস্ত কৃষক বেহুদা ঘামায় কৃশকায় বন্ধ্যা জমিনে
ক্লান্ত জেলে ফিরে শূন্য ডালায়,
ফলের ঝাঁপিরা কাপে বিষাক্ত ছােবলে
ভয়ংকর আঘাতের তােড়ে উর্ধশ্বাসে ছুটে
সমুদ্র বিলাসীরা জীবনের সন্ধানে।

সময় আর দুঃসময়ের অস্থির মাতমে
ধর্মের সাথে অধর্মের, নীতির সাথে দুর্নীতির
নির্লজ্জ মাখামাখি।
এ অসময়ে কোথায় বসিয়েছ হাট কবিতা পসারী?

মরে যাচ্ছে প্রতিদিন

প্রতিদিন মরে যাচ্ছে একান্ত ভাল লাগা
সমুদ্রে ঝিনুক কুড়ানাের আকাংখা
আশৈশব লালন করেছে হৎপিণ্ড

ঝিনুকের সাথে হলাে না মােলাকাত
বলাইয়ের মত করে ভাল বেসেছি শিমুল ফুল
মেয়ে বেলা ব্যবচ্ছেদ করে রেধেছি হরেক পদ
স্মৃতি গন্ধে ভরপুর শিমুলের একটি গাছও
লাগানাে হলাে না আঙ্গিনায় ।

যুবতী চন্দ্রিমার সাথে মাঝ রাতে অভিসারের লােভটুকু-
এখনাে তাড়িয়ে বেড়ায়
নর্দমা প্রায় বুড়ি গঙ্গার মত
প্রিয় চাঁদ এখন দখলদারদের বগলদাবায়
বহুদিন দেখা হয় না তাকেও…

বলুনতাে কে আমি?

মনের দিক থেকে ভীষণ স্বাস্থ্য সচেতন
আমাকে মুগ্ধ করে উপবাসের মহিমা।
আহারে পরিমিতি বােধাদর্শে,
একটুকরাে মাছকে ফালি ফালি করে
আয়ের পরিসীমায় টেনে আনতে পটু।

ডাক্তারি পেশায় আছে নেশা
অনায়াসে ছুরি চালাই দুর্লভ প্রেসক্রিপশনে
ছেঁটে দেই এন্টিবায়াটিকের হাত পা কখনোে মাথা ।

ধর্মে আছে নিষ্ঠা,
পুরােনাে কাপড়ে রিপু করে করে
খুঁজে ফিরি হাদিসের মাহাত্ম্য…

আমি একজন পুরােদস্তুর পরিবেশ সচেতন
মাটির ঢেলা, নারিকেলের খােল কিংবা পরিত্যাক্ত কাগজে
অনায়াসে বানিয়ে ফেলি পরিবেশ বান্ধব সব খেলনা
আর উপহার দেই প্রিয় সন্তানকে।

বলুনতাে কে আমি? পারলেন না তাে?
কেবল এতটুকু মর্যাদার জন্য মুখিয়ে থাকা সকরুণ শিক্ষক।

মন্তব্য: