না ফেরার কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

তাহিতি ফারজানা

বুক কাঁপছে তাতে কি

কেউ বসবেনা গুটিসুটি হয়ে বুকের পাশে

একলা চলার শ্লোগান নিয়ে এভাবেই চলে গেলে ফুল

তার পরিণত সুবাস বুক পর্যন্ত আসে না

বেপরোয়া ভুলগুলো কখনো অন্যায়ে দাঁড়ালে 

চুকে যায় হিসেব; একত্রে অতিবাহিত সময়ের

মন্দির জুড়ে ভাঙচুর আর পূজা নেই

দেবতা মলিন হলে বুক কাঁপে তাতে কি

যে যায়, যায় ফিরবেনা বলেই

যেখানে গেলে পেছনের রাত, রাতের মানুষকে পরিত্যক্ত লাগে   

প্রিয় পাগলামী স্বভাব এড়িয়ে 

ঘোলাজল ছেড়ে মাছ অন্য তৃষ্ণায় হারাচ্ছে, বুক কাঁপছে

তাতে কি, না ফেরারা কবিতা হবে।

মন্তব্য: