আমার কবিতার জীর্ণ পাণ্ডুলিপি

Share on facebook
Share on twitter
Share on linkedin

জিল্লুর রহমান খান

আমার কবিতার জীর্ণ পাণ্ডুলিপি হারিয়ে গেছে

কার্তিক-অগ্রহায়নের সন্ধিক্ষণে

গভীর অমানিশায়, ঝলসানো পূর্ণিমায়

বুকের গভীরে খুব যত্নে লালিত জীর্ণ পাণ্ডুলিপি জুড়ে ছিল

        ধূসর বর্ণ, দাড়ি, কমা আর সেমিকোলন…

দীর্ঘশ্বাস ছিল প্রতিটি চরণে, বুকের তাজা রক্ত দিয়ে লেখা ছিল

প্রতিটি বর্ণ, শব্দ, চরণ।

ওরা বলে, আমরা গনতন্ত্র পাইনি; তাই যদি হতো-

রাজপথ জুড়ে চলতো না রক্তের হোলি খেলা।

মদের সরোবরে ভাসতো না স্বপ্নের নগরী। সংবিধান ছুঁয়ে শপথের 

উক্তিগুলো ভরদুপুরে জলাঞ্জলি হতো না আশুলিয়ার নিশ্চিন্তপুরে; 

            ধ্বসে পড়তো না চট্রগ্রাম এর ওভারব্রিজ

ধূসর পাণ্ডুলিপি আমার হারিয়ে গেছে বহুবারের বহু গনতন্ত্রে

গভীর অন্ধকারে কুয়াশাভেজা রাতে

হারারো পাণ্ডুলিপি আমি আর খুঁজি না রক্তেভেজা এই ভূখণ্ডে…

মন্তব্য: