জিল্লুর রহমান খান's articles

  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
জিল্লুর রহমান খান আমার কবিতার জীর্ণ পাণ্ডুলিপি হারিয়ে গেছে কার্তিক-অগ্রহায়নের সন্ধিক্ষণে গভীর অমানিশায়, ঝলসানো পূর্ণিমায় বুকের গভীরে খুব যত্নে লালিত জীর্ণ পাণ্ডুলিপি জুড়ে ছিল         ধূসর বর্ণ, দাড়ি, কমা আর সেমিকোলন… দীর্ঘশ্বাস ছিল প্রতিটি চরণে, বুকের তাজা রক্ত দিয়ে লেখা ছিল প্রতিটি বর্ণ, শব্দ, চরণ। ওরা বলে, আমরা গনতন্ত্র পাইনি; তাই যদি হতো- রাজপথ […]
  1. কবিতা
  2. বর্ষ ১ | সংখ্যা ৪ | ডিসেম্বর, ২০১২
সুলতানা- ৩ সুলতানা তুমি কি রাজহংসী বিলের ধারে, শালুকের ভীড়ে পঁচা কাঁদার লুটোপুটি, অতঃপর স্নান-স্ফটিক জলে               পাড় ভাঙা গভীর বিলে… ডানায় স্বপ্ন বোনো, উড়তে পারো না ও দেহ ওড়ে না শুধু দোল খায় লুটোপুটি খেলে ঘোলা জলে পঁচা কাঁদায়               শামুক ঝিনুকের দলে.. ভারী ডানায় ছুঁতে […]