ঘুম নিয়ে খেলা

Share on facebook
Share on twitter
Share on linkedin

তুষার প্রসূন

মোহ দেখাবে বলে মায়া’দি পর্যটক সেজে আমাকে নিয়ে গ্যাছে আকাশ আর জলের মাঝখানে। তখন দুই তীর ঘুমিয়ে। আমি লোভের জলশয্যায় ইন্দ্রজাল ফেলে ইতিহাস ভূগোল ধরার চেষ্টা করি। এক ধারালো ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে জাল কেটে বেরিয়ে যায়। খালি হাতে পাটাতনে পড়ে থাকি, চোখে পড়ে ঈশ্বরের প্রতিবিম্ব- সে মায়া’দির আঁচলে মুদ্রা তুলে নাচে। ছেঁড়া ইন্দ্রজালে সেলাই ধরেনা দেখে আঁচল ধরে টান দিই, আসমুদ্রহিমাচল কেঁপে উঠে, ঝরে পড়ে দেহসর্বস্ব অজস্র  বুদ্বুদ। নিজেকে অনুবাদ করি অনুমানে। স্বপ্ন ভেঙ্গে দেখি আমি ঘুম নিয়ে খেলা করি মায়া’দির বাড়ির উঠোনে…

মন্তব্য: