ছেঁড়া সময়ের ওপারে

Share on facebook
Share on twitter
Share on linkedin

আফরোজা শীলা

স্বপ্নের পালক ছিঁড়ে যায়

কখনো হতাশা, কখনো নিরাশায়

ছেঁড়া সময়ের ওপারে একাকী হাঁটার পথে

শববাহী রথে, যাই নিঃশেষ হতে!

পাঁজর ভাঙ্গার মর্মর ধ্বনি শুনি

দ্বিধান্নিত আমি দিগি¦দিক ঘুরে

ফের আপনাতেই ফিরে আসি!

মন্তব্য: