আফরোজা শিলা's articles

  1. কবিতা
  2. বর্ষ ২ | সংখ্যা ৫ |  সেপ্টেম্বর, ২০১৩
আফরোজা শীলা স্বপ্নের পালক ছিঁড়ে যায় কখনো হতাশা, কখনো নিরাশায় ছেঁড়া সময়ের ওপারে একাকী হাঁটার পথে শববাহী রথে, যাই নিঃশেষ হতে! পাঁজর ভাঙ্গার মর্মর ধ্বনি শুনি দ্বিধান্নিত আমি দিগি¦দিক ঘুরে ফের আপনাতেই ফিরে আসি!
  1. কবিতা
  2. বর্ষ ১ | সংখ্যা ৪ | ডিসেম্বর, ২০১২
অশ্রুগঙ্গা আমি দুটো কাজ করতে পারি অঝোরে কান্না কিংবা প্রতিবাদ ভাবছি, আর প্রতিবাদ নয় এখন থেকে কান্নার জলে আপাদমস্তক ডুবে থাকব একাকী কাঁদবো; দেখবে একদিন সঙ্গীহীন তলিয়ে যাবো অশ্রুগঙ্গায় নাও ভাসাবে আমার চিরদুঃখী মা।