হেনরী স্বপন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সব-স্বপ্ন ঝরবে ঝরাপাতায়

বহুবার ভেঙ্গে টুকরো হয়েছে হৃদয়ের ঘ্রাণ

কখনো আলোয়… 

কখনো ছিলে না, ঝরাপাতা? হাওয়ায় মিশে মেতেছি বসন্ত খেলায়।

আজো কি সেই টুকরোগুলো? শরীর ছোঁয়ার মতো ধুলো?

হৃদয়ের গোপন নরোম তুলো, তোলপাড় করে দেয় মনভুলো,

কোকিল ডাকবে বলে, পালক পরেছ-উষ্ণতায়;

কালোটিপ পরা হরিণের গায়, সব-স্বপ্ন ঝরবে ঝরাপাতায়।

লুটোপুটি টগর বৃষ্টির জল

আকাশের অসুখে এখন প্রস্রাবের রুগ্ন আবেগ ঝরবে

ফোটাফোটা আদর প্রশান্তি-

উঠোনের ঘাসে লুটোপুটি টগর বৃষ্টির জল।

কাকভেজা ডানা ছটফট করে, আড়মোড়া দেয় দেহের ভেতর,

টগবগে ফোটা বুকের কদম দুলে ওঠা

নরম বাতাসে তালশাঁস দেয় উঁকি 

বাগানে হলুদ বোলতার ঝাঁক…।

চায়ের উত্তাপে গলে যায় দুধের আকাশ মেঘ করা গায়;

সকালের পাওরুটি চেটে খায় গপাগপ ঘুম আর

রক্তকরবীর ভোর।

মন্তব্য: