শাহ্ কুতুবুজ্জামান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

নীল মানুষ 

বয়সী মেঘগুলো বুক পকেটে লুকিয়ে কোনো একদিন

তেপান্তরের মাঠ পাড়ি দেব সাদা ঘোড়ায় ছুটে দেখে নিও

নিঃশব্দে বয়ে চলা লাজুক নদীর স্রােতকে সাক্ষী রেখে

বরং তুমিই বিদীর্ণ করেছিলে এখানে একটি স্বপ্নমাখা নীল তীর

বিষাদের শেষ রাতে দূরে কেউ বাঁশী বাজায় মৌনতার শেকল ভেঙে

কাকজ্যোৎস্নায় ডাগর ডাগর শিশিরগুলোর চোখে আরও কিছু স্বপ্ন ছিল

বৈরিতার বাঁধ ভেঙে রিমঝিম বৃষ্টি পড়েছিল রুক্ষতার হৃদয়ভূমে

আর আমি ছিলাম ভাগচাষি তোমার স্বপ্ন বুননের উর্বর জমিনে

বিধ্বস্ত সময়ের ব্যাকুলতায় হৃদয়ে ছোবল দিয়েছে শঙ্খচূড়

অবারিত স্বপ্ন বিষাক্ত আমি আজ নীল মানুষ

হত্যাকারী

পরিযায়ী পাখির ডানায় রাতের শ্রান্তি থমকে যায় নিঃশব্দে

কত আশা বুকে নিয়ে নিরন্তর ছুটে চলা কাঞ্চন রোদের খোঁজে

পলাতক মেঘেরাও যখন ফিরে আসে না আর খুন ঝরা মনে

হন্তারক সময়ে স্বপ্নগুলো খাবি খায় ঘোলা জলে মাছের মত

লবঙ্গলতায় জড়িয়ে ঘুম দিয়েছিল যে ঊষাকাল তোমার কপোলে

একটু দূরে সমুদ্র সৈকতে শঙ্খচিলের বুকে আমি এখন ঘৃণা দেখি

এখানে লজ্জাশূন্য ভালোবাসারা উদাম ঝর্ণার বুকে হারিয়ে গেছে

রৌদ্রদগ্ধ বকুল বকুল  ঘ্রাণে জেনে গেছি

তুমি স্বপ্ন হত্যাকারী

মন্তব্য: