শামীম খান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

চেনামুখ

আমাকে প্রথম চিনেছো তুমি

এরপর বছর ত্রিশ

মাঝখানে কত মানুষ

মুখস্থ মুখ সুশীল আত্মস্বজন

কেউ চেনেনি আমায়

এমনকি সখের ফুলবাগান

প্রতিদিন ডালপালা সরিয়ে

আমি যাকে ফিরিয়ে দেই

একেকটি রৌদ্র আলোর দিন

জলের বিন্যাস ছড়াই শেকড় বাঁকড়ে

সেও না

এই যে বুড়ো শহর আমার

এইসব ঘাসপাতায় বেঁচে থাকা

মানুষ নামীয় কিছু নির্জীব মুখ 

এদের কেউ চেনেনি আমায়

কেউ দেখেনি আমায়

মুখ ফিরিয়ে কোনদিন

বোঝেনি প্রাণের এই স্ফূরণ

যা কেবল চিনেছ তুমি

আর সেই একজন। 

মন্তব্য: