সোহেল সবুজ – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বাসিফুলের কবিতা

ফুলগুলো হাতে হাতে বিক্রি হয় রোজ রাতে;

সংসদচত্ত্বর থেকে আমিও কিনেছিলাম একশ টাকার

                  একটি ফুল। 

অনেক হাত বদলের পর ফুলটি আমার হাতে

এক রাতের জন্য ফুলটি আমার

            কাল হয়তো পড়ে থাকবে অন্য কোথাও…

কাগুজে নোটে এই শহরে এত ফুল পাওয়া যায় যেদিন জেনেছিলাম

          ফুলের লালসায় আমিও হয়েছিলাম অন্ধ ও হিংস্র সওদাগর।

মন্তব্য: