শিকদার ওয়ালিউজ্জামান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মান্যবর বিচারক

তামাটে হাতের ছোঁয়ায় ফুটপাতের ধার ঘেষে 

    গড়ে ওঠা আস্তাবলের সংঘ আমাদের সেবাশ্রয়।

নিচু গায়ের হাতে-হাতে, পায়ে-পায়ে, মুখে-মুখে ক্ষুধার

অনিবার্য আগুন

মন্ত্রীগণ এগিয়ে আসেন, তর্জনীতে চেতনার সফটওয়ার

বাড়িয়ে দেন বেলুননীতির অমূল্য প্রেসক্রিপশান!

অভূক্ত শৃঙ্গারে মৃতপ্রায়, মুমূর্ষ কঙ্কালের কসম য্যানো

                নিম্নবিত্তের অভিভাবক

আগুন পেরোন পথে কালের অসুখে

ঘাম আর ঘোর 

সবুজরঙা পায়ের ফুটপাতে ধূসরতার সন্ধ্যা নামে।

ঘরহীন রাতে মৃত্যুর মতো অন্ধকারে

ক্লান্তি মেখে মানুষ যতই ঘুমিয়ে পড়ুক 

মান্যবর বিচারক আলোকবর্ষ অনিদ্রায় বাড়িয়ে যান

                                 পৃথিবীর আয়ু…

মন্তব্য: