নিষাদ নয়ন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

প্রশ্নাতীত অনুভূতিসমূহ 

আমাদের গ্রাস করে নেয় পূর্ণ ও অপূর্ণতার গ্রহণে

আর তখন থেকেই অন্ধকার এসে ঘিরে ধরতে থাকে            

চারদিকের মুখাবয়ব                                                                                    

মন ও মানুষের ছায়ার ভিতর থেকে উঁকি দিয়ে যায়

                           অর্ধনারীশ্বর

তবু প্রিয়তার সাথে মিলে যাওয়ায়, তার কাছেই 

হারিয়ে ফেলি ব্যক্তিগত ঘরের ঠিকানা; অন্ধকার 

গলির মধ্যে শুভ্রতার দেখা না পেয়ে ফিরে এসেছি 

সরলরেখা কাছে 

জনান্তিকে সন্ধ্যা নেমে এলে ছায়াপথের বাঁক থেকে

    কোথায় পরিচিত মুখচ্ছবি হারিয়ে যায় অন্ধকারের

                            গাঢ়দেশ বেঁয়ে

আমরা ডিঙিয়ে যেতে চেয়েছি সময় আর কিভাবেঅসংখ্যবার বাতাসের স্রোত ছুঁয়ে গেছে কোমলতা।

মন্তব্য: