বিষণ্ন রাতের প্রশান্তি ও অন্যান্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিষণ্ন রাতের প্রশান্তি

বিষণ্ন রাতের একটা মাধুর্য থাকে হয়তো
সেই রাত দেখতে দেখতে স্বস্তি ফিরে এলে
সুখ হারিয়ে যায় কিংবা প্রাচুর্য
বারাসীয়ার পাড়ে পৃথিবী ঝিমিয়ে গেলে
শিয়রে ঘুম এসে দোলা দ্যায়
দ্বিতীয় জন্মের আগে এভাবেই কেটে যাবে ভেবে
বুঁদ হতে না হতে অবনি জেগে ওঠে

বস্তুত বস্তু আবার হাতছানি দিতে থাকে…

পাঠ স্মৃতি অবসর

নিজেকে পাঠ করতে করতে অস্থির কিংবা
ক্লান্ত হয়ে এলে হয়তো ঝিমিয়ে পড়ি
নিয়ত পাঠপৃষ্ঠা যুক্ত হতে থাকে
আবার চলতে থাকে রোজনামচা
উবে যাওয়া স্মৃতিদল টপকাতে চায় বোধের দেয়াল
তবু নিজেকে ব্যস্ত রাখি নিজের পাঠে

একদিন শয্যাপাশে কান্নার বুদবুদ সহযোগে
তোমাকে দেখে স্মৃতিদল হুড়মুড় ঢুকে যায়
যেদিন পাঠ শেষে অবসর নিয়েছি অনন্তের

মন্তব্য: