কাব্য মোস্তফা – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

দূরত্বের গল্প

জোছনার পৃথিবীতে এসে দাঁড়ালে

মনে পড়ে, দু’মুখি দূরত্বের গল্প

                টের পাই তুমি ছিলে- আছো

শুধু শরীরের মাঝে বিচ্ছেদ টেনেছে মহাকাল

   এবার থেকে সামলে নেব জোছনার অসুখ

মন খারাপের সবটুকু সুদূর

তবু কেন জানি এই গল্পের দায়েই তাড়া করে মনমহাজন

চোখের কর্ণিয়ায় তামাদি হাওয়ার কাল

আসলে উড়ালের সাহস দেখালে 

             নীলের ভয় ধুলোয় রেখে যেতে হয়।

মন্তব্য: