সোহেল সবুজ- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

অমসৃণ দেহের বাঁকে

অমসৃণ দেহের বাঁকে হদয়পোড়া গন্ধ

নারী, অনুভব করতে জানো-

     মেহেদী পাতার জীবনদায়ী শ্বাস?

জনপদ তোমার শিরোনাম করেছো নারী

আর তুমি মেঘ-ছায়ার নরোম বুকে

স্বপ্ন চাষ করে স্বপ্নছাপ রেখে যাও

        আমি বলি, তুমি স্বপ্নচাষী।

সাজানো ফুলের ডালায় তোমার মোহনীয় হাত রাখতেই

বোশেখী ঝড়ের মতো ঝরে যায়

            তুমি ঝড়ো উড্ডয়নী

ঝরিয়ে পাওনা নারী পৃথিবীর স্বপ্ন সব

শব্দখেলার কুঞ্জমেলা

তোমার আঘাতেই মিলে যাবে শত শত শব্দশ্রমিক,

        টি এস সি- গোটা বাংলাদেশ।

মন্তব্য: