সারোক শিকদার – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

পাপ

কবিতা লেখার জন্য বিশুদ্ধ বিরহ আমি কোনোদিনই পাইনি…

শরীর ভেদ করে হৃদয়ের যে জলধি, তার আয়নার ভেতর কেবলই জঞ্জাল কোরে

বালিকার নীল চোখ চলে গেছে দূরগামী জাহাজের কসাইখানায়

যেখানে মাংশের বেঁচা-কেনায় মুখরিত মুখোশভর্তি জলছাপা মধ্যরাত-

কবিতা লেখার মত ধ্যানস্থ বিরহ আমি পাইনি, যা পাই তা কেবলই পাপ….

মানুষ পাঠ

মানুষ বড় কৌশলী, ইচ্ছে করে জামার ভেতর লুকিয়ে রাখে বুক। বুকের ভেতর সঙ্গোপনে জমিয়ে রাখে মানুষ বাঁধার রঙীন রঙীন ফিতে। পুকুর পাড়ে বসেই আঁকে জলের ভেতর হাঁটতে থাকা মাছ।

ঘরের ভেতর টাঙিয়ে রাখে মেঘের মত মুখোশ। মানুষ বড় কৌশলী, নিজের কবর নিজেই খোড়ে নিজের মাপের মত।

মন্তব্য: