সাজিদ বিন আজাদ – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

পদাঙ্ক

এই চত্বরে সহস্র বছর হেঁটেছি

পরিচিত পায়ের চিহ্ন অগণিত

আমার প্রাগৈতিহাসিক পদের শপথ

সেসব কেবলই শশব্যস্ত সময়ের জমাট।

অপেক্ষায় থেকেছি থমকে যাবার

আঁচলের নকশায় যুগবর্ষী কুয়াশার

তবে সাময়িক স্মৃতিবিভ্রাট সেরেছে প্রতীক্ষার আদিম সূত্র

তা শব্দেতর তরঙ্গ আর অবলোহিত রশ্মির পদযুগল মাত্র।

জীবন্ত এপিটাফ

এই পাহাড়তলীতে কোনো ষড়ৈশ্বর্য নেই

শুধু যখন শীত আসে, একরঙা ম্যাপল লিফে ছেয়ে যায় সারা উপত্যকা

আর ঐ যে পাহাড়চূড়োটা থেকে নেমে আসে কিছু শ্বেতভালুক

স্মৃতি হিসেবে ফেলে যায় কিছু নখের আঁচড়

ওক কাঠের তৈরী উপত্যকার একমাত্র ঘরটিতে

সেখানে আঁচড়গুলোতে আস্তে আস্তে শ্যাওলা জমে

অবাধ্যতায় ঝুলে পড়ে কিছু ক্রিপারস

অদ্ভুত সে কম্পোজিশানে জীবন্ত হয়ে ওঠে বাড়িটি

বাড়িটির নামটাও ভারি সুন্দর- এপিটাফ!

মন্তব্য: