সাফিনা আক্তার – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মদিরা ১১

সব গ্রন্থ মিথ্যে মনে হয়,

শব্দগুলো মাথায় মন্ত্রের ঢেউ তুলে

আছড়ে পড়ে আমার ভেতর

মুনকার-নাকির লিখে চলেছেন

হিসেব নিকেশের সমীক্ষা

আফসোস এখনও –

লিখতে পারিনি শেষ অক্ষর!

পাঁচটি পদ্ম আমার – হাহুত বন্দনায়!

তোমাকে আজও দিতে পারিনি ।

আমাকে খুঁজলে না তো কেউ

মত্তের বাইরে রমণীর হৃদস্পন্দন,

পঞ্চ বাসনায় শুধু জ্বেলেছে অনল ।

কথা, কবিতা, প্রেম কল্পলোকে ভাসছি –

তোমার তো কেবল আমিত্বের লোভ

একবার পোড়া চোখ সমুদ্রে ছুঁয়ে যাও

আমি রমণীর ইতিহাস, পিরামিড

নই কেবল তায়েফ নগরের পাথর।

মন্তব্য: