ফেরারী রবিন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

রিপু লালসা প্রেম

স্বার্থ যখন রিপুগুলোকে আকড়ে ধরে 

মনুষ্যত্ব পুড়তে থাকে রোমের আগুনে,

নীরো হয়ে বাঁশী বাঁজায় ভেতরে লালিত

আজদাহা সাপ;

লালসার পালংকে ভাসে প্রেমিকার মুখ;

তার চোখের প্রতিবিম্বে ধরা পড়ে আমার আত্মা,

দেখি- সেখানে জমছে বিন্দু বিন্দু পাপ!

ব্যাকগ্রাউন্ডে নীল দৃশ্যপট-আমি ফিরতে চাই

প্রেমিকার ওষ্ঠতীর্থে- ফিরতে পারি না।

স্বার্থের মায়াজাল থেকে রিপু মুক্ত না হলে

প্রেম মেলে না রে বালক!

মন্তব্য: