জাকারিয়া প্রীণন – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বৃষ্টি

বৃষ্টি হচ্ছে—

একটি কদম ফুলের পাশে

ভিজে যাচ্ছে জেসমিনের দু’তলা বাড়ি;

যেখানে

গায়ের মেঠোপথ নেমে গেছে ইরিধানের ক্ষেতে।

দূরে—

বাথানের পাশে কাদামাখা মূর্খ কথার চিঠি

তুলে এনে রাখতে পারো ঘরে।

বৃষ্টি এলে এমন হয়।

আমি তো আছি শরীরে বিদ্যুৎ লেপে —

প্রিজমের আলো আর শরীর নিয়ে

ডুব দেবো সাধকের ধ্যানে।

মন্তব্য: