রাফাতুল আরাফাত- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

শুয়ো পোকার মতো অসাড় দেহ

অশত্থ পাপে আমার গলা ডালে ঝুলে আছে

অথচ আমি মৃত্যুর জন্যে কারণ খুঁজে পাচ্ছি না।

প্যাঁচা-ইঁদুর লড়াইয়ের যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না

মাঝরাতে কুহকের মরা কান্নার কারণ খুঁজে পাচ্ছি না।

অপবিত্রতার নিলামে এতো হাক-ডাক কেনো

কার জীবন সুলভ মুল্যে বিক্রি হচ্ছে

কোন বণিক কিনে নিচ্ছে

আমি বুঝতে পারছি না।

একটা প্রজাপতির সাতরঙা শরীর কারো আহার হতে পারে

আমি মিলাতে পারছি না,

সীমান্তে কোমল দেহ বুলেটে সেলাই হয়ে যাচ্ছে

সার্বভৌমত্ব রক্ষার জন্যে,

আমি মিলাতে পারছি না।

মায়োপিয়া নিয়ে, পঁচে যাওয়া নষ্ট মস্তিষ্ক নিয়ে

শুয়ো পোকার মতো পড়ে আছি।

আমি মৃত্যুর  জন্যে কারণ খুঁজে পাচ্ছি না। 

আফ্রোদিতি, অতৃপ্ত প্রেমিকা আমার

আমার বুকে একটা নদী আছে,

প্রেমিকার দেয়া।

নদীটার তীরে একটা অশ্বত্থ গাছ বেড়ে উঠছে অনেক দিন ধরে।

প্রবল জোছনায়

প্রেমিকার খুরের আঘাতে আহত হরিণেরা এখানে আত্মহুতি দেয়।

এমন কোন রাতে

কোন দেবতার ঘুম ভেঙে গেলে,

তীব্র আলোয়

এখানে এসে গরম নিঃশ্বাস ফেলে;

পরকীয়ায় অর্গাজম শেষে প্রেমিকার নিঃশ্বাসের মতো করে।

নদীটার বয়স বেড়েছে অনেক

অশ্বত্থ গাছটাও এখন পরিনত,

আমাকে ধারণ করার মতো।

নদীর ওপারে আফ্রোদিতির চুলগুলো উড়ছে-

অনাবৃত স্তন আমার দিকে তাকিয়ে আছে

আহত হরিণেরা দলবেঁধে হেঁটে আসছে।

আফ্রোদিতি— প্রেমিকা আমার

তোমার তৃষ্ণার্ত বুক তৃপ্ত হবার সময় হয়েছে।

মন্তব্য:
https://www.facebook.com/profile.php?id=100032398366343