শাহানাজ মৌ- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

শীতকাল

জৌলুশ চিরস্থায়ী নয়।

গুরুতর অসুস্থ হয়ে পড়ে চকচকে কমলালেবু।

ফেটে যাওয়া রসে সাঁতার দেখে দর্শন।

আমি এক সাঁতারু, মুদ্রায় পচন ধরলেই বুঝি শীতকাল।

আগুন পোহাবার মালা নেই যার সে আমারই মত অসহায়।

কমলালেবু খাবো না, রেখে দেবো।

গন্ধে নেচে যাবে কমলাবৌ।

তার নগ্ন শরীর একটি পৃথিবী।

সেখানে সাজানো আছে ফেটে যাবার উন্মাদনা।

আমি পাগল নই, শিল্পী।

প্রতিদিন শীতকাল উৎযাপনই কমলা।

জমে যাওয়া ফুসফুসই নিখাদ শিল্প।

পথে পথে কমলালেবুর খোসা

কারা এই ইশারা আঁকে?

শীতের নামতা শিখিনি বলে চিরকাল শীত আমার।

গভীর পিপাসায় এত যে গন্ধ বাজায়,

তারা কি বোঝে না-

হৃদযন্ত্রের ওঠানামায় আমি এক কাতর দর্শক!

মন্তব্য: