সব বসন্তে ফুল ফোঁটে না

Share on facebook
Share on twitter
Share on linkedin

সব বসন্তে ফুল ফোঁটে না

আমাকে এবার ঘুরে দাঁড়তে হবে
সত্যিই; তোমার দিকে
আরো গভীর হয়ে
ফিরে যেতে হবে।

মাঝরাতের ট্রেনে
ঘুরে ঘুরে যে বালক
স্বপ্ন দেখতে ভুলে গেছে
তাকে তুমি এখন কী করে
নামতা শেখাবে!

নির্জন সমুদ্রের নোনাজলে
অনেক দিন হলো
রঙিন কাগজের নৌকা ভাসাতে পারিনি-
পারিনি পায়ে হাঁটা পথকে
অতিক্রম করে সাইকেলে চড়তে।

আমার বাড়ি থেকে শ্মশান
খুব কাছে নয়
তবুও প্রতি রাতে
আমি আগুন জ্বলতে দেখি
দেখতে দেখতে, আমিও সে আগুনে
একা-একা জ্বলে উঠি
তুমি কি আসবে, পায়ে হেঁটে
আগুন নেভাতে?

মন্তব্য: