বিকাশ মজুমদার- এর ছড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

গদ্য পদ্য’র ছড়া

সত্য মিথ্যার আলোতে আঁধারে হাঁটছি

ঘোরের জগতে মৃত অমৃতের বটিকা পাঁচন খাচ্ছি।

চিত্রগুপ্ত স্বর্গ নরক হিসাব রাখিস্ শেষে

একখানি বই লিখিস্ আমার নামের উদ্দেশে।

জ্ঞান পাপীরা অনড় অন্ধ, জ্ঞান থাকতে যুক্তি মানে না

ধর্মান্ধরা হিংস্র ভীষণ, মানুষ মারে মানুষ করে না।

যুদ্ধে যুদ্ধে বাড়ে জীবন ও জগতের মান

সন্ত ক’ন ওম্ শান্তি কবি বলে সাধু সাবধান।

গদ্যে গদ্যে বেড়ে উঠে হয়ে যাচ্ছি সঙ্ 

পদ্যে পদ্যে তুমিও হারাও জীবন মনের রং।

গ্রাম শহর

শহরে তুই আছিস্ বন্ধু সুখে কাটাস্ দিন

হাবুডুবু খাচ্ছি গাঁয়ে মহাজনের ঋণ।

ইটপাথরের ঘেরাটোপে অবরুদ্ধ আছি

জনারণ্যে যানজটে রোজ খেলি কানামাছি।

মন্তব্য: