জাহাঙ্গীর খান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

চক্র

এক

যে সব বালিকারা এসেছিল-

চৈত্রের বাতাসে শিমুলের পলাশের-

    রঙ্গিন নিশান উড়িয়ে

        আশ্বিনের শিশিরে ভিজে ভিজে

            গেঁথেছে যারা মালা

    শিউলী কুড়িয়ে কুড়িয়ে

সেই সব কিশোরীরা গিয়েছে আজ বুড়িয়ে।

তাহাদের শরীরে ওম

সকালে রাঁধা ভাতের গরম

    বিকেলে যে রকম

        গিয়েছে জুড়িয়ে

            তাহাদের কুসুমের মধু

    কালের চুমুকে

গিয়েছে আজ ফুড়িয়ে।

সেই সব গুড়িয়ে যাওয়া মেয়েদের

ফুড়িয়ে যাওয়া মধু

    জুড়িয়ে যাওয়া ওম

        আবার আনবো ফিরিয়ে

            কবরে কবরে ঘুরিয়ে ঘুরিয়ে

নরকের আগুনে পুড়িয়ে পুড়িয়ে।

দুই

পোড়াবো ওড়াবো আকাশে আকাশে

    ঘোরাবো সাগর জল

        থামাবো তাহারে পাহাড়ে পাহাড়ে

            নামবে জলের ঢল

        শুকনো মাটিরে গলাবো

ফলাবো শুষ্ক বৃক্ষে রসালো ফল।

মন্তব্য: