সজল সমুদ্র – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ভাসমান

অধিবর্ষ চলে যাচ্ছে, এসো হে রাজহাঁস। দান করো- তোমার ঐ উঁচু ও অলস গলা।

আমি এক অতিবাস্তব বাঘের গল্প জানি, যে আমাদের এমন তৃণভোজী করেছে।

আমাদের ঘরবাড়ি, দরজা ও গাবের বাগান- সবই কীরকম অপরাবাস্তব, উড়তে বসেছে!

আর, সেই পিঁপড়াবিজ্ঞান থেকে গ্রহে গ্রহে ছড়িয়ে পড়ছে মুধুতন্ত্র;

যেহেতু পৃথিবী ক্রমে বিষ-জর্জরিত!

শুধু কাঠের জানালা আর বোকা ওয়ারড্রোবগুলো আজ ভাসমান।

মনে হয়- আমাকেই তারা খুর আদর্শ ভেবেছে!

মন্তব্য: