কমল হাসান- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

উদ্দীপক

কবিতার আহ্বান প্রতিধ্বনি হয় পাথর-সভ্যতার দেওয়ালে

মনের আকূতি গুমরে কাঁদে

গড়িয়ে নামে ব্যর্থতার গ্লানি

মানবতার কপোল বেয়ে মৃত মনের আঙিনায় আছড়ে পড়ে

                  ভাবনার জলোচ্ছ্বাস

ফেনিল স্রোতের ডগায় ধেয়ে চলা নাথে চুপসে যাওয়া পালের মতো

মিলিয়ে যায় ফেনিল উচ্ছ্বাস

অভিমানি বালিকার নিরব কান্নায় পরিনত হয় পংক্তিমালা

          তবু কলমের ক্লান্তি দূর করে এগিয়ে যাই লেখনির খেয়ায়

মন্তব্য: