শিশির ও অন্যান্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

শিশির

আমার জন্ম হলে তোমরা চোখ রেখো
অন্ধকার থেকে মুক্তি নিয়ে সেদিন আমার অস্তিত্তে¡র পুরোটাই ‘মুক্ত’ হবে
মহা আলোর কিরণে-
আমি আলোকিত হতে-হতে মহা আলোর মাঝে হারিয়ে যাবো
আলোর মাঝেই তোমরা আমাকে পাবে…

পুতুল খেলা

এখানে মেলা হলেই গান হয়, নাচ হয়; পুতুলদের সাথে খেলাও হয়। পুতুলেরা নাচে গায়, আমরাও নাচি গাই- নাচতে-নাচতে গা গরম হয়ে ওঠে। পুতুলের আখড়ায়তো বটেই; পুতুল নাচ হয় সার্কাসে, যাত্রায়ও। আর নাচ দেখতে-দেখতে আমরা পুতুলদের মাঝে হারিয়ে যাই। হারানোর মাঝে দেখি কখোন যেন নাচতে-নাচতে রাজপথ কেঁপে ওঠে।

পুতুল নাচ দেখতে দেখতে আমাদের গাঁয়ের আলো নিভে যাওয়া দেখে এককালে অশ্র“বান হবে শুনি!

মন্তব্য: