এম মনির উজ জামান- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

কাঠগড়া

সমাজ সংসারে এখনও বুঝতে বাকি ঢের

বিবেকের কাঠগড়ায় তাই চিরকালের আসামী

এখন আর আমি মানুষ নই

বস্তুত একটা পশুর জীবনই শুধু

বয়ে চলা…

কুকুর কেন কামড়ায়

ছাঁই আমারও কী ছিল জানা?

পশু সমাজে থেকে জেনে গেছি কুকুরের আছে বিষদাঁত

            চাই তারও সুষ্ঠু প্রয়োগ

খুব খুঁজে দেখে-পড়ে একটি মানুষ

তারপর গর্বিত এক কামড়; দ্বিতীয়বারের মতো আর একটা

এভাবেই উলঙ্গ আদিমে ক্রমশঃ

অন্ধকার থেকে আরও বেশি অন্ধকারে…

মন্তব্য: