সজল আহমেদ

Share on facebook
Share on twitter
Share on linkedin

ডানার মানুষ

এই তো উড়ে এসে

কাছে বসা।

মোমবাতির কাছে

প্রতিদিন গোল আয়োজনে

আলোর প্রার্থনা করা

তবুও শিশুর নরম ঠোঁটে

বাসি চায়ের ক্রমাগত নামতাপাঠ

এই শহরের ঘুমকে করেছে

        আরো গভীর;

মানুষের কাছেই আজ মানুষের ভয়

তবে চলো পাখির কাছে যাই-

মন দিয়ে করি মাটি খনন।

মানুষ ভেবে আজ তবে

কাকে বসতে দিলাম পাশে

কিছুক্ষণ আগেই ত উড়ে গেলো

তবে কি মানুষের হয়েছে

পাখির মত পালকের ডানা!

মন্তব্য: