মাসুদ মুস্তাফিজ- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

ঈশ্বরের বিশ্বস্ত ছায়া

অবশেষে শেষরাতে ঘুমন্ত বর্ণময়সুখ কামমুখর চাঁদ হয়ে জেগে থাকে অতীন্দ্রিয় প্রহরে

মাত্রাহীন যৌনতার নীরব অন্ধকারে এখন প্রশ্নবিদ্ধ দৃশ্যময় রঙিন রাজকন্যারা

কালোঘুমে সবুজের ধুলো নিকটবর্তী  হয়ে আনন্দধ্বনি তোলে অপেক্ষাতপ্ত দিনের

অথচ কামনায় সাড়া জাগে না- আগত আশায় আর কৃষ্ণবনের জলে

শরীর-মনের সন্নিহিত সুখগুলো কিছু অনুবাদযোগ্য ঈশ্বরে  বিশ্বস্তছায়ার প্রাণ হয়ে ওঠে

এই ছায়াশিল্পের স্বপ্নঘ্রানে জাগানিয়া শরীর ভাঙে আর কালের স্বপ্নপুরাণে শুদ্ধযৌনতার 

প্রেম-ভালবাসা জাগিয়ে ঈশ্বর উপেক্ষিত হয় মৃত্যুকে অমান্য করে

মন্তব্য: