শিকদার ওয়ালিউজ্জামান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

শিশুপল্লীর লাল পাখিগুলো

দু’পাতার ফাঁকে লাল রোদ কেমন আছো?

সকাল আসবে বলে

তর্জনী আর মধ্যমায় দেখিয়েছিলে বিজয়সংকেত;

আমি হেসেছিলাম…

কত রাত পাড়ি দিয়ে

ঘড়ির ডানায় সড়কে নেমে আসে হাজার মানুষ

দুপুরের তপ্ত যৌবনে পাড়ি দেয় সরোবর

সন্ধ্যা নামে

রাতের মাদুরে চুল বিছায় শিশুপল্লীর পাখিসব

পাহাড় চূড়ায় মানব-মানবীর আকাশ- চোখে ভাসে

আলিঙ্গনের সঙ্গমে

রাতের

গর্ভ

থেকে

বেরিয়ে আসেন সূর্যদেব

পাখিগুলো ভোর দ্যাখে,

রাজপুত্তুর ঘোড়া থেকে হাত বাড়ায়…

দু’চোখের ঘুমে স্বপ্ন ভাঙে!

ঘুমের পাড়ায় রক্তমাখা ঘাস

নিষ্পলক পাখিরা আপন আলয়ে

কালো চাদরে ঢেকে নেয় লাল

      কামিজের দুরন্ত দৌড়।

মন্তব্য: