মিয়া ওয়াহিদ কামাল বাবলু- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মুক্ত চিন্তার মানুষের কথা মনে রেখে

পাশব প্রহর ভেঙ্গে

আকাশের ঝুলকালি ঝেড়ে রোদ্দুরে ঘর কেটে

এক্কাদোক্কা খেলা সাঙ্গ করে 

উৎসব সঙ্গীত গাইছেন সহস্র মানব

মেঘের পাখিরা ডানায় মেখেছে সবুজাভ রঙ

গোলাপঘ্রাণ নিয়ে চেয়ে আছেন কবি

সমুদ্রদ্বীপ সেন্টমার্টিন

সাগরসুন্দরী বৃক্ষের ছায়া লম্বিত হয় জাহাজের ধূসর গায়ে

মরা মাছের চোখের মতোন চাঁদের

এই পাশব প্রহরে

গুটি কয়েক পাংশু বর্ণের বিত্তহীনেরা

ওড়ায় ভ্রান্ত মতবাদ

তবুও এই পাশব প্রহর ভেঙ্গে

ডিমের খোলস থেকে উড়বেই স্বপ্নের সোনালী পাখি।

মন্তব্য: