হাফিজ রহমান – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

এই মাঠে

এই মাঠে শুয়ে পড়ে প্রখর সূর্য অঘ্রাণের বিপন্ন দুপুরে।

হলুদ শর্ষে বৌ নুয়ে পড়ে লাজনম্র মাঠের বিছানে

সাদা বক খুঁজে নেয় মাটিতে পেটের থেকে আঁঠাল উকুন।

শালিকও ভোগের নৈবেদ্য নেয় লম্বা গলার ফাঁকে।

একপাশে শিশু খেত মসুরি খেসারি সবুজ

একদিন নীল ফুলে ছেয়ে যায় অদৃশ্য বালিকার ছায়া

আমি হেঁটে হেঁটে যাই, অদম্য রোদের পথ ধরে,

আলপথে কোমল ঘাসের নরম বিছানায়

এলোমেলো পা ফেলে রেখে অবিরাম হাঁটি।

এতটা হেঁটেছি তবু নেইনি বিরাম, কেননা

ঐ সীমান্তের পারে, দিনশেষে রাত হলে দিন হয় তোমার,

আমি ছুঁতেই পারি না। একবার ছুঁয়ে দিলে আর হাঁটবো না।

মন্তব্য: