মামুন মুস্তাফা- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মেয়ে তুমি দাঁড়িয়ে আছ

মেয়ে তুমি দাঁড়িয়ে আছ

ভুবনডাঙার পাড়ে নেমে যায় সন্ধ্যা

ওই চরণ ছুঁয়ে গড়িয়ে যায় অনন্ত রথের চাকা

চিন্তালোকে চুলো জ্বালার গল্প

মেয়ে তুমি দাঁড়িয়ে আছ

প্রাগৈতিহাসিক সময় বয়ে যায়

শূন্য খুলি এ তল্লাটে জেগে থাকে 

ভেতর ফাঁপা..আঙরা বাতাস..চিত্তবিভ্রম

মেয়ে তুমি দাঁড়িয়ে আছ

চৌচির এ যাত্রাপথ, গন্তব্যমুখে শীৎকার 

কে নেয় হাত বাড়িয়ে তোমার নিষ্ঠা?

ফাঁকা ইস্টিশনে পড়ে থাকে নিখুঁত কৌমার্য

মেয়ে তুমি দাঁড়িয়ে আছ

নাইওরীর লজ্জা নিয়ে বেড়ে ওঠে দাম্পত্য

হেঁসেলের আগুন…আনাজপাতির তৈজস…

আর কিছু ভেঙে পড়া মধ্যরাতের স্বপ্ন

তবু মেয়ে তুমি দাঁড়িয়ে আছ

সংসারের খুব কাছাকাছি  

যখন গোধূলি নেমে আসে 

যাপিত জীবনের প্রচ্ছদপটে…।

মন্তব্য: