মাজেদুল হক – এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিভ্রান্তির পাহাড়

চৈতন্যের আলো-ছায়ায়

ঘৃণিত, নিপীড়নের আস্তরণ পরে

স্মৃতি বিজরিত ক্যানভাস দিনে দিনে দিশাহীন

              অন্তরীপ, ধূসর, বিবর্ণ…

আজন্ম মৃত্যু-যন্ত্রণার মধ্য দিয়ে

নিষ্প্রাণ বিকশিত বুকে বিধতে থাকে

বিষাক্ত কাঁটার মতো ক্ষুত্র ক্ষুত্র জীবানুনাশক

                 অন্তহীন, বিস্ময়…

ঈর্ষাম্বিত ছেঁড়া-ছেঁড়া মনুষ্যত্বের আলপনায়

ক্রমাগত বিলীন হয়ে সৃষ্টি হয়

ব্যঞ্জনাময়, দ্বিধা, বিভ্রান্তি, হতাশার

                 মস্ত বড় পাহাড়…

মন্তব্য: