অনিল দে মণি- এর কবিতা

Share on facebook
Share on twitter
Share on linkedin

জীবন সংস্কারের পদাবলী

মৃত্যুর ফসিল নিয়ে নিত্য খেলা

চাটুকারীর ফাও লুটবার মিথ্যাচারে প্রতিনিয়ত দানবীয় উল্লাস

                        বড় অসময় জীবনের উর্বর ভূমি

কেউ কামবাদী, কেউ বস্তুবাদী, কেউ নিরীশ্বরবাদী

তকমার বেড়াজালে ক্ষত-বিক্ষত সমাজ

জিন্দাবাদ, মূর্দাবাদ, নারায়ে তকবির আর জয় বাংলার জোসে

নৃতাত্বিক জনগোষ্ঠী আর সংখ্যালঘু বার বার নিমজ্জিত লাঞ্ছনার আগুনে।

সূতো ছিঁড়ে ঘুড়ি পালায়, ভাঙে কপাল

জীবন সংস্কারের পদাবলী দোল খায় সেন্সর আইনে

তদন্ত কমিশনের মিথ্যা ভাওতায় শোষণের নগ্নতা রূপ নেয় নতুন 

পাশবিকতায়- প্রতিক্রিয়াশীল আমলাদের জম্পেশ আড্ডায়।

মন্তব্য: