বিশ্বচিতা ও অন্যান্য

Share on facebook
Share on twitter
Share on linkedin

বিশ্বচিতা

কার্বনগুলো সিঁদুরে হয়ে
ভেসে বেড়ায় মেঘ-আঁচলে

মধ্যযুগের সীমানা পিলার
উঠিয়ে ফেলে কলের লাঙ্গল!

কত-শত সোহাগী নদীর
কান্না-ধোয়া চোখের জল
বাষ্পপ হয়-

নিসর্গেরও আছে সহ্যের সীমা
ফলাফল নিম্নচাপ
নয় নম¡র ছাড়িয়ে বিপদ সংকেত
সিডর আইলা নার্গিস
বীজতলায় বিশ্বচিতা।

আন্ধার মানিক

অন্ধকারে আন্ধার মানিক জ্বলে-
শৈলকূপার কুঁড়েঘরে সান্ধ্য পিদিম নেভে।
কৃষ্ণতলায় সংগপ্রেমী ভৈরবী রাগ তোলে, আজ চন্দ্র তিথির প্রথম যামিনী যে-
রাত্রি আজ নব বধূ সাজে-
লাজুক লতা লাজে।

পদ্মবিলের কাজল ধোয়া জলে
ডুব দিয়ে সে সাবিত্রী সাজ সাজে,
নিশার ঘরে কুমার নদী পদ্ম জলে ভাঙ্গে।

সাঁইজি আমার আন্ধার ধামে দৃশ্যলোকে আসে;
পরান আমার বাউল বেশে তারই সুরে ভাসে।

মন্তব্য: